বোরখায় ঢাকা মুখ। ‘কালা চশমা’র তালে পা মেলাচ্ছেন এক মুসলিম মহিলা। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই অনেকের চোখ কপালে। এমন ধরনের নাচ ‘ইসলাম বিরোধী’ বলে মন্তব্য করতে শুরু করেছেন অনেকে।
একাধিক মুসলিম সংগঠনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে। এই ধরনের ঘটনা সমাজে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করা হয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনও এক শপিং মলের প্রোমোশনাল প্রোগ্রামে নাচছেন ওই মহিলা। আর উপস্থিত দর্শকেরা ভিডিওটি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
সাউথ কানাড়া সালাফি মুভমেন্টের ভাইস-প্রেসিডেন্ট ইসমাইল সাফি বলেন, ‘বোরখা ইসলামের এক পবিত্র প্রতীক। আর সেটা পরে প্রকাশ্যে নাচা অবশ্যই ইসলাম-বিরোধী। এতে ধর্মকে ছোট করা হয়। ‘ তিনি আরও বলেন, বোরখা খুলে ফেলার স্বাধীনতা রয়েছে ওনার। ইসলামে মহিলা সহ প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। ওনার বাবা-মা’কে এর জন্য দায়ী করা উচিৎ। শফি চান ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করে ধর্মের আসল অর্থ বোঝাতে।
0 comments:
Post a Comment