লক্ষ্মী রাই
“বোল্ড” অবতারে তাক লাগিয়েছেন ধোনির প্রাক্তন প্রেমিকা
মহেন্দ্র সিং ধোনিকে আলোচনার অন্ত নেই। ক্রিকেট মাঠ তো বটেই, মাঠের বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই
শোনা যায়, অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে উঠেছিল
সেই রাই লক্ষ্মীকে বোল্ড চরিত্রে দেখা যাবে বলিউডের নতুন ছবি “জুলি ২”তে
এই সিনেমার হাত ধরেই বলিউড জগতে পা রাখতে চলেছেন
ছবিতে বেশ কয়েকটি “বোল্ড” দৃশ্যে তাঁকে অভিনয় করতে দেখা যাবে
প্রসঙ্গত, ২০০৮ সালে IPL চলাকালীন ধোনি এবং লক্ষ্মীর ডেটিংয়ের খবরও হাওয়ায় ভাসতে শুরু করেছিল
যদিও ধোনির সঙ্গে সম্পর্কের কথা আর মনে রাখতে চান না লক্ষ্মী
কয়েকবছর আগে মাহির বায়োপিক রিলিজ় করার সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সম্পর্কে লক্ষ্মীর কাছে জানতে চাওয়া হয়
তখন তিনি সাফ বলে দিয়েছিলেন, “এতগুলো বছর কেটে গেছে। কিন্তু, যখনই ধোনির কথা ওঠে, তখনই আমারও নাম ওঠে। গুজব ছড়ানো হয়। এমন গুজব আমার পছন্দ নয়"
0 comments:
Post a Comment