ভারত কি আদৌ শ্রীলঙ্কাকে সব ফরম্যাটে হারিয়ে ৯-০-এ সিরিজ জিততে পারত? বিরাট কোহলির টিম ইন্ডিয়া কি কলম্বোয় টি-২০ ম্যাচ ৭ উইকেটে জিততে পারত? তিনটি ফরম্যাটে কোনও হোম টিমকে হারিয়ে প্রথম টিম হিসেবে হোয়াইটওয়াশ করার তকমা কি আদৌ জুটত ভারতের? প্রশ্নগুলো অবাস্তব লাগছে? আদপেই তা নয়। ম্যাচসংক্রান্ত এমন একটা ভুল ধরা পড়েছে যা উল্টেপাল্টে দিতে পারত এই সব হিসেব।
ম্যাচের ভিডিয়ো একেবারে শুরু থেকে খতিয়ে দেখলেই বোঝা যাবে মারাত্মক এক ভুল যা সবার অগোচরেই থেকে গিয়েছে, তা পাল্টে দিতে পারত ম্যাচের ফলাফল। বুধবার টসের সময় নিয়ম মতো দুই দলের অধিনায়ক, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ও টসের প্রতিনিধি গৌতমের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন প্রেজেন্টার মুরলী কার্তিক। এরপর উপুল থরাঙ্গা কয়েনটি টস করেন এবং বিরাট কোহলি হেড নেওয়ার সিদ্ধান্ত নেন।
একটু দূরে গড়িয়ে গিয়ে পড়ে কয়েনটি। ম্যাচ রেফারি এগিয়ে গিয়ে কয়েনটি দেখে সবাইকে জানান টেইল পড়েছে। কিন্তু বলেন ভারত। কার্তিক শুধু ভারত কথাটি শোনেন। আর তারপরই তিনি সবাইকে জানিয়ে দেন, হেড পড়েছে। কোহলিকে ডেকে নিয়ে ব্যাটিং না ফিল্ডিং নেবেন, তা নিয়ে কথাবার্তাও শুরু করে দেন তিনি।
বিরাট আগে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন। শ্রীলঙ্কা ভালো ব্যাট করে ৭ উইটেকে ১৭০ তুলে একটা লড়াইয়ের মতো স্কোর খাঁড়া করলেও, রান তাড়া করায় 'ওস্তাদ' কোহলির ভারত ১৯.২ ওভারে সাত উইকেট হাতে থাকতেই প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে যায়।
এতটা জানার পর সবার মনেই ঘোরাফেরা করছে অনেকগুলো প্রশ্ন? কার্তিক ম্যাচ রেফারির কথা ভুল শুনেছিলেন? যদি সত্যিই তাই হয়, তাহলে পাইক্রফ্ট তখনই কেন কার্তিকের ভুল ভাঙিয়ে দিলেন না? এই ব্লান্ডারটা যদি এড়ানো যেত, তাহলে এই ম্যাচের ফল কী হত? যদি শ্রীলঙ্কাকে আগে জিজ্ঞেস করা হত তাঁরা ব্যাটিং না ফিল্ডিং নেবে, তাহলে? ভারতকে প্রথমে ব্যাট করতে হলে ফল কী অন্য কিছু হত?
0 comments:
Post a Comment