JanaSoftR

Sunday, 29 October 2017

যুবভারতীর আলপনায় , রাস্তায় রংয়ের বাহার দেখে অবাক বিদেশিরা



স্প্যানিশ ম্যাগাজ়িন মার্কা-র সাংবাদিক পিট কুবার স্টেডিয়ামের আশেপাশে ঘুরছিলেন। ফাইনালের আগে ঠিক কোন স্টোরি করা যায়, তার খোঁজে। কিছুতেই যেন পছন্দ মতো কিছু পাচ্ছেন না। প্রায় হতাশ হয়ে স্টেডিয়াম ছাড়ার আগের মুহূর্তে চোখ চকচক করে উঠলো কুবারের। রাস্তার ওপর লাল, নীল, হলুদ, সবুজ রংয়ের বাহার দেখে মুহূর্তের মধ্যে যেন হাতে চাঁদ পেয়ে গেলেন স্প্যানিশ ভদ্রলোক।




স্টেডিয়াম চত্বর ঘুরে দেখছিলেন স্প্যানিশ ফুটবলার আবেল রুইজ এর আত্মীয় ক্লাটা। চোখের সামনে হাতে আঁকা আল্পনা দেখে ওখানেই আটকে রইলেন। তারপর সামনে থাকা এক নিরাপত্তা রক্ষীকে অনুরোধ করলেন সেই আলপনার একটা ছবি তুলে দিতে। যাওয়ার সময় ক্লাটা বললেন , এটা যে কেউ হাতে এঁকেছেন সেটা জেনেই অবাক হলাম। এই ছবি তা দেশে নিয়ে গিয়ে সবাই ক দেখাবো।




শুধু তাঁরা নন, রাস্তায় রংয়ের বাহার দেখে অবাক বিদেশিরা। স্টেডিয়ামে প্রধান গেটের রাস্তা জুড়ে আঁকা হয় আলপনা। তা দেখে এখনও চোখ ফেরাতে পারছেন না বিদেশিরা। পুজোর সময় লেক রোডে বিরাট মাপের আলপনা এঁকে বিশ্বরেকর্ড করেছিল কলকাতা। এবার বিশ্বকাপ ফাইনালেও আলপনায় রেকর্ড গড়ল শহর।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment