আর কোনও শোকসভা বা প্রতিবাদ মিছিল নয়। মোর্চা সুপ্রিমো বিমল গুরুংকে ফাঁসি দেওয়া হোক, নয়তো শুট অ্যাট সাইট জারি করা হোক। এই দাবি নিয়ে আজ মশাল হাতে পথে নামল জয় বাংলার সদস্যরা।
গুরুঙের খোঁজের তল্লাশি চালাতে গিয়ে বিমলপন্থীদের গুলিতে শুক্রবার মৃত্যু হয়েছে SI অমিতাভ মালিকের। আর তাঁর ছবি সামনে রেখে গুরুঙের শাস্তির দাবিতে মশাল হাতে সোচ্চার হয় জয় বাংলার সদস্যরা। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান এলাকা থেকে মিছিল শুরু হয়ে ভেনাস মোড়, সেবক মোড় ঘুরে এয়ারভিউ মোড়ে পৌঁছয়। সেখানে গুরুঙের কুশপুতুলকে প্রথমে ফাঁসি দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
0 comments:
Post a Comment