ATM এর PIN লক হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন এক রাশিয়ান যুবক। টাকার অভাবে তামিলনাড়ুর একটি মন্দিরের সামনে তিনি ভিক্ষা করতে শুরু করেন। সেই খবর কানে পৌঁছালে তাঁকে সাহায্যের আশ্বাস দিলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। ওই যুবককে উদ্দেশ্য করে টুইটারে তিনি লেখেন, ইভানজেলিন- তোমার দেশ রাশিয়া আমাদের দীর্ঘদিনের বন্ধু। চেন্নাইয়ে আমাদের আধিকারিকরা তোমাকে সবরকম সাহায্য করবেন।
২৪ বছরের রাশিয়ান যুবক ইভানজেলিন। তামিলনাড়ুতে বেড়াতে এসেছিলেন। সেই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু, প্রয়োজনীয় টাকা তুলতে গিয়ে পড়লেন আতান্তরে। ATM-এ টাকা তুলতে গিয়ে দেখেন তাঁর PIN লক হয়ে গেছে। অগত্যা কী করণীয়। কাচিপুরমের কুমারাকোত্তাম শ্রী সুব্রমানিয়া স্বামী মন্দিরের সামনে তিনি ভিক্ষা করতে শুরু করে দেন।
মন্দিরের প্রবেশপথে ব্যাকপ্যাক নামিয়ে টুপি খুলে এক বিদেশিকে ভিক্ষা করতে দেখে দর্শনার্থীরা অবাক হয়ে যান। তাঁরা তাঁকে আর্থিক সাহায্যও করেন। খবর পৌঁছায় পুলিশের কাছে। পুলিশও তাঁকে কিছু টাকা দেয়। পাশাপাশি তাঁকে চেন্নাইয়ে গিয়ে রাশিয়ান কনসুলেটে দেখা করার পরামর্শ দেয়। এদিকে ওদিকে ঘুরে সেই খবর পৌঁছায় বিদেশমন্ত্রীর কাছে। সঙ্গে সঙ্গে উদ্যোগী হন তিনি। এরপরই তাঁকে সাহায্যের আশ্বাস দেন।
0 comments:
Post a Comment