JanaSoftR

Wednesday, 20 December 2017

দেশের সেনা জওয়ানদের লড়াইকে সম্মান দিতে, জওয়ানদের ভাতা দ্বিগুণ করল মোদী সরকার



সেনা জওয়ানদের জীবন সহজ নয়। কখনও শত্রুপক্ষের গুলি তো কখনও বরফের কামড়। প্রত্যেক মুহূর্তে বাঁচার লড়াই। আর দেশের সেনা জওয়ানদের সেই লড়াইকে সম্মান দিতে এবার জওয়ানদের ভাতা দ্বিগুণ করল কেন্দ্র। এতে দেশের বীরযোদ্ধাদের উৎসাহ বাড়বে বলেই মনে করছে প্রতিরক্ষা মন্ত্রক।

বর্তমানে সিয়াচেনের সেনা অফিসারদের ভাতা প্রতি মাসে ২১০০০ টাকা আর জুনিয়র অফিসারদের ১৪০০০ টাকা দেওয়া হয়। এবার অফিসারদের ভাতা বাড়িয়ে ৪২০০০ টাকা ও জুনিয়র অফিসারদের ভাতা ৩০০০০ টাকা করা হবে। এছাড়া নৌসেনা অফিসারদের সাবমেরিন ভাতা ছিল সর্বোচ্চ ২১০০০ টাকা প্রতি মাসে। সর্বনিম্ন ১৩,৫০০ টাকা। র‍্যাংকের উপর ভিত্তি করে এই ভাতা নির্ধারিত হয়। এবার সাবমেরিনের সব অফিসারদের মাসে ২৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। নাবিকদের ভাতা হবে ১৭,৫০০ টাকা।

বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে পোস্টিং হওয়াটা জওয়ানদের জন্য চ্যালেঞ্জ। এবার পার্বত্য অঞ্চলে থাকা সেনা অফিসারদের ভাতা ১৬,৮০০ থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয় আর জুনিয়র অফিসারদের ক্ষেত্রে এই ভাতা ১১,২০০ টাকা থেকে ১৭,৩০০ টাকা করা হবে।

কমান্ডো এবং স্পেশাল ফোর্সের জওয়ানদের বিশেষ ট্রেনিং দেওয়া হয়। এরা নিজের জীবন দিয়ে লড়াই করতে পিছপা হয় না। সার্জিক্যাল স্ট্রাইকেও এরাই অংশ নিয়েছিল। এবার থেকে স্পেশাল ফোর্সের সব অফিসারদের মাসে ২৫০০০ টাকা ভাতা দেওয়া হবে। ১৩,০০০ থেকে একধাক্কায় এতটা বাড়ানো হচ্ছে। এছাড়া পাহাড়ি এলাকায় থাকলে ‘রাম’-এর জন্য মাসে ২৪০ টাকা ভাতা দেওয়া হয়। সেই ভাতা বাড়িয়ে ৩৬০ টাকা করা হচ্ছে। এছাড়া অফিসারেরা পাবেন পোশাক ভাতা ২০০০০ টাকা। শহিদ হলে পরিবারকে শেষকৃত্যের জন্য ৬,০০০ টাকা দেওয়া হত, এবার সেটা বাড়িয়ে ৯,০০০ টাকা দেওয়া হবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment