পাকিস্তানে নিরাপদ নন শিখরা? সেদেশের বাসিন্দা এক শিখ নেতার অভিযোগ কিন্তু সেই ইঙ্গিতই করছে৷ পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলার বাসিন্দা ওই নেতার অভিযোগ এক পুলিশকর্তা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ইসলাম ধর্মাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন৷ শুধু তাই নয়, এই ইস্যুতে জবরদস্তিও করা হচ্ছে তাদের সঙ্গে৷
খাইবার-পাখতুনখোয়া প্রদেশের একটি শিখ সংগঠনের নেতা ফরিদ চাঁদ সিং এই মর্মে অভিযোগ দায়ের করেছেন৷ এই বিষয়ে তাদের পাশে স্থানীয় প্রশাসনও নেই বলে অভিযোগ তাঁর৷ তাল তেহশিলের পুলিশ কর্তা ইয়াকুব খানের বিরুদ্ধে সরাসরি অভিযোগ এনেছেন তিনি৷ ফরিদ জানাচ্ছেন, সংখ্যালঘুদের সমস্যা মেটাতে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন ইয়াকুব৷ জেলা কমিশনারের কাছে এই মর্মে একটি লিকিত অভিযোগ জমা দিয়েছেন ফরিদ৷ জোর করে ধর্মান্তরিত করার ইস্যুতে আইনী লড়াইয়ে নামতে হলেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন ওই শিখ নেতা৷ তাঁকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্র এই প্রতিবেদটি প্রকাশ করেছে৷
ফরিদের অভিযোগ, ১৯০১ সাল থেকে হাঙ্গুতে বাস করছে পশতু ভাষাভাষি শিখরা৷ ধর্মীয় বা অন্য কোনও কারমে মুসলিমদের সঙ্গে কোনও সংঘাতে জড়াননি তাঁরা৷ তবে কেন ধর্মান্তরিত হওয়ার জন্য তাদের জোর করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন তাঁরা৷
তাঁর আরও বক্তব্য দেশের সংবিধান যেখানে নিজ নিজ ধর্মীয় আচরণ স্বাধীনভাবে যাপন করার অধিকার দিয়েছে৷ সেখানে প্রশাসনের অধিকার নেই তাদের সেই ক্ষমতা কেড়ে নেওয়ার বলে মত তাঁর৷ তবে ঘটনার সত্যতা স্বীকার করেনি স্থানীয় প্রশাসন৷ তাদের মতে এরকম কোনও ঘটনা বা এরকম কোনও অভিযোগ এখনও জমা পড়েনি৷ জমা পড়লে অবশ্যই তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে৷
0 comments:
Post a Comment