JanaSoftR

Wednesday, 20 December 2017

বহুতল থেকে রহস্যজনক ভাবে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার তরুণীর মৃতদেহ



বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক তরুণীর৷ ঘটনাস্থল মুম্বইয়ের জনবহুল এলাকা মালওয়ানি থেকে উদ্ধার হয়েছে এই দেহ৷ রহস্যজনক ভাবে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে তরুণীর মৃতদেহ৷ আত্মহত্যার প্ররোচনা না কি খুন সেটির তদন্ত করছে পুলিশ৷

জানা গিয়েছে, বন্ধুদের সঙ্গে একটি বন্ধুর বাড়িতে পার্টি করছিলেন ওই তরুণী৷ সারারাত ধরে পার্টি করার পর সেই বাড়িতেই বন্ধুদের সঙ্গে থেকে যান ওই তরুণী৷ পরদিন সকালবেলা বেশ কিছুটা সময় কেটে গেলে পর তাকে খুঁজে না পেয়ে তার বন্ধুরাই এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করে দেন৷ এরপর ওই আবাসনের দোতলা থেকে অর্ধনগ্ন অবস্থায় তরুণীকে উদ্ধার করে তার বন্ধুরাই৷ মৃত ওই তরুণীর নাম অর্পিতা তেওয়ারি৷

পুলিশ সূত্রে খবর, সেই পার্টিতে তার চার বন্ধুবান্ধব ছাড়াও উপস্থিত ছিল তরুণীর প্রেমিকও৷ পুলিশ তাদের প্রত্যেককেই আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য৷ এই ঘটনাটি আত্মহত্যা না কি এর পিছনে অন্য কোনও রহস্য আছে সেটি খতিয়ে দেখছে পুলিশ৷
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment