JanaSoftR

Thursday, 5 October 2017

মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলকভাবে গাইতেই হবে জাতীয় সঙ্গীত, নির্দেশ দিল হাইকোর্ট



মাদ্রাসাগুলিতে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাইতে হবে জাতীয় সঙ্গীত। এমনটাই নির্দেশ দিল এলাহবাদ হাইকোর্ট। উত্তরপ্রদেশে এবার থেকে বাধ্যতামূলকভাবে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ার কথা বলল আদালত।

আদালতের তরফে বলা হয়েছে, প্রত্যেককে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকাকে সম্মান জানাতে হবে। এর আগে স্বাধীনতা দিবসে দিনে একই ধরনের নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। বলা হয়েছিল, ওইদিন জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক। গাইতে বলা হয়েছিল জাতীয় সঙ্গীত। ৭১ তম স্বাধীনতা দিবসের আগে মাদ্রাসাগুলিকে এই নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা পরিষদ। সব মাদ্রাসায় এই সংক্রান্ত সার্কুলার পাঠিয়ে দেওয়া হচ্ছে ও সবাইকে এই নির্দেশিকা মানার নির্দেশ দেওয়া হয়। নজিরবিহীনভাবে এই প্রথম কোনও মাদ্রাসায় স্বাধীনতা দিবস উদযাপন করার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে লেখা হয়, প্রত্যেক আধিকারিককে নিজের নিজের এলাকায় প্রতিটি মাদ্রাসায় ধুমধাম করে স্বাধীনতা দিবস পালনের নির্দেশ দিতে হবে। যাবতীয় অনুষ্ঠানের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সংগ্রহ করতে হবে, যাতে ভাল অনুষ্ঠান ভবিষ্যতেও করা যায়।

বর্তমানে উত্তরপ্রদেশে ৮০০০ মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ৫৬০টি রাজ্যের সাহায্যপ্রাপ্ত।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment