JanaSoftR

Friday, 20 October 2017

জিও ১৪৯ টাকার প্ল্যানে এবার মিলবে দ্বিগুন ডেটা



দিওয়ালির মরশুমে গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল জিও। । অর্থাৎ ২৮ দিনে ২ জিবি-র পরিবর্তে এবার মিলবে ৪ জিবি ডেটা।

গ্রাহকদের জন্য বিভিন্ন প্ল্যানে বেশ কিছু রদবদল এনেছে মুকেশ আম্বানির সংস্থাটি। সেখানে এবার থেকে ১৫ শতাংশ বেশি ব্যয় করতে হবে গ্রাহকদের। ৩৯৯ টাকার প্ল্যানটি এখন দাম বেড়ে হয়েছে ৪৫৯ টাকা। এই প্ল্যানটিই জিও গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ৮৪ দিনের এই প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা পান গ্রাহকরা। এই প্ল্যানেরই খরচ কিঞ্চিত বাড়ছে। তবে দিওয়ালি ধামাকায় ১৪৯ টাকার প্ল্যানে লাভবান হচ্ছেন গ্রাহকরা।

এছাড়া ৫২ টাকায় এক সপ্তাহ ও ৯৮ টাকায় দুই সপ্তাহের জন্য স্বল্পমেয়াদি দুটি প্ল্যানও চালু করে জিও। অন্যদিকে ৫০৯ টাকার প্ল্যানের ক্ষেত্রে খানিকটা কাটছাঁট করা হচ্ছে। এতদিন এই প্ল্যানে ৫৬ দিনের জন্য দৈনিক ২ জিবি করে ডেটা পেতেন গ্রাহকরা। এবার তার মেয়াদ কমিয়ে করা হল ৪৯ দিন। ৯৯৯ টাকার প্ল্যানে মিলত ৯০ জিবি ডেটা। এবার তা কমিয়ে করা হল ৬০ জিবি। অন্যদিকে চালু করা হয়েছে ১৯৯৯ টাকার প্ল্যান। যেখানে ছয় মাস সময়সীমার মধ্যে মিলবে ১২৫ জিবি ডেটা। এক্ষেত্রে হাই স্পিড পরিষেবা পাবেন গ্রাহকরা।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment