এখনও অবধি ফোন কলের জন্য একটি নয়া পয়সা গুনতে হয় না রিলায়েন্স জিওর গ্রাহকদের। ফ্রি বলেই দিনে যতক্ষণ যতঘণ্টা খুশি, প্রয়োজনে-অপ্রয়োজনে চুটিয়ে কথা বলে যাচ্ছেন গ্রাহকরা।
তবে, এই আনলিমিটেড ফ্রি ভয়েজ কলে এবার লাগাম পরাতে চলেছে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ভয়েজ কলে দিনে ৩০০ মিনিট অর্থাত্ ৫ ঘণ্টা অবধি ছাড় রয়েছে। তার পরেও কোনও জিও গ্রাহক কথা চালিয়ে যেতে চাইলে, লাইনটি যদিও নিজে থেকে কাটবে না। তবে, ফোন কথা বলার সময় নানারকম সমস্যা হতে থাকবে। ফলে, বাধ্য হয়েই কথা থামাতে হবে।
জিওর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা সুযোগের মিসইউজ যাতে না-করেন, তার জন্যই এই পদক্ষেপ করতে হচ্ছে। সূত্রের খবর, সময়ের লিমিট ছাড়ালে, সেক্ষেত্রে ১৪৯ টাকার টপ-আপ ভরাতে হতে পারে।
তবে, একটা কিন্তু থাকছেই। মানে, পাঁচ ঘণ্টার এই সময় কড়াকড়ি একটি কলের ক্ষেত্রে। একটানা কারও সঙ্গে পাঁচ ঘণ্টার বেশি কথা বলা যাবে না। তবে, দিনে একাধিক কল হলে, সেক্ষেত্রে ওই নিয়ম খাটবে না। এখনকার মতোই সারাদিনে প্রাণভরে কথা বলা যাবে।
ফলে, জিও গ্রাহকদের এই নিয়ে দুশ্চিন্তার এখনই কিছু নেই। তা ছাড়া, WhatsApp , Facebook বা Skype-র মতো অ্যাপের দৌলতে গ্রাহকদের ফ্রি ফোন কলের লিমিটেশন নিয়ে মাথাব্যথা থাকবে বলে মনে হয় না।
0 comments:
Post a Comment