JanaSoftR

Monday, 23 October 2017

জয় শ্রীরাম গান চলছিল কেন? তার জেরেই ভাঙা হল প্যান্ডেল, বাড়ি



বাগনান (হাওড়া): কালী প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে মাইকে জয় শ্রীরাম গান চলছিল। তার জেরেই পুজো প্যান্ডেল ও বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল উপপ্রধানের স্বামী ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। ওই উপপ্রধান তৃণমূল কংগ্রেসের বলে জানা গেছে। গতরাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনানের হাটুরিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাতে হাটুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়া সর্বজনীন শ্যামাপুজো কমিটির ঠাকুর নিরঞ্জন করার কথা ছিল। সেই উপলক্ষ্যে মাইকে জয় শ্রী রাম গান বাজছিল। আচমকা ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মল্লিকা প্রামাণিকের স্বামী সুবিমল প্রামাণিক ও তাঁর অনুগামীরা এসে বচসা শুরু করে বলে অভিযোগ। কেন জয় শ্রী রাম গান চলছে সেই প্রশ্ন তুলে হামলা চালানো হয় পুজো প্যান্ডেলে। প্যান্ডেলের পাশাপাশি আশপাশের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালান।

ওই পুজো কমিটির সদস্যদের অভিযোগ, প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে সেই সময় খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছিল। আচমকা গন্ডগোল লাগায় স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পুজো প্যান্ডেলে থাকা চেয়ারটেবিল প্রায় সবই ভেঙে গেছে। প্রচুর খিচুড়িও নষ্ট হয়েছে।

আজ সকালে এই ঘটনায় জড়িত উপপ্রধানের স্বামী ও অন্যদের গ্রেপ্তারের দাবিতে বাগনান থানা ঘেরাও করেন পূর্বপাড়ার বাসিন্দারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান ও তাঁর স্বামী।

সৌমেন ভৌমিক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, “গতরাতে যে হামলা হয়েছে আমার মনে হয় সেই হামলার পিছনে অন্য কারণ আছে। কয়েকদিন আগেই এলাকার একটি ঢালাই রাস্তা তৈরিতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। তার জেরেই এই হামলা হয়েছে।”
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment