ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বা আন্তর্জাতিক অর্থভাণ্ডার জানিয়ে দিল, ভারতের অর্থনীতি শক্ত ভিতের ওপরই দাড়িয়ে রয়েছে।
গত মঙ্গলবারই, ওয়ার্ল্ড ইকনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে আইএমএফ জানায়, ভারতে বৃদ্ধির গতি স্লথ হয়েছে। আর এই গতি স্লথ হওয়ার জন্য ভারত সরকারের নোট বাতিল ও জিএসটি চালু করাকেই দায়ী করে আইএমএফ।
কিন্তু, এদিন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দা এই নোট বাতিল ও জিএসটির-র ভূয়সী প্রশংসা করেন। তাঁর দাবি, এই দুই পদক্ষেপ অত্যন্ত বলিষ্ঠ। তিনি যোগ করেন, নোট বাতিল ও জিএসটি-র ফলে অর্থনীতি যে সাময়িক স্লথ হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না।
গত সপ্তাহে প্রকাশিত রিপোর্টে ২০১৭ সালের জন্য ভারতীয় অর্থনীতির পূর্বাভাসের হার আগের তুলনায় ০.৫ শতাংশ কমিয়ে ৬.৭ শতাংশ করেছিল আইএমএফ। একইভাবে, ২০১৮ সালের পূর্বাভাসও ০.৩ শতাংশ কমিয়ে ৭.১ শতাংশ করে তারা।
এদিন সেই প্রসঙ্গে বলতে গিয়ে আইএমএফ প্রধান স্বীকার করে নেন, তথ্যে কোনও ভুল নেই। যদিও, একইসঙ্গে তিনি বলেন, এই স্লথ হওয়াটা সাময়িক। স্বল্প-মেয়াদী। তিনি যোগ করেন, মধ্য ও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভারতের অর্থনীতি শক্ত ভিতের ওপরই দাঁড়িয়ে।
0 comments:
Post a Comment