JanaSoftR

Tuesday, 31 October 2017

নিজের ভাইয়ের মেয়েকে লাগাতার ধর্ষণ, জ্বলন্ত মোম ফেলে পোড়ানো হত তার শরীর



খুনের আসামী ছিল কাকা ইব্রাহিম (নাম পরিবর্তিত) । সাজাও খাটছিল। কিন্তু যখনই প্যারোলে বের হত বাড়িতে এসে নির্মমভাবে ধর্ষণ করত নাবালিকাকে। নিজের ভাইয়ের মেয়ের উপরই অকথ্য অত্যাচার চালাত। কাউকে কিছু বললে মেরে ফেলারও হুমকি দিত। এই অভিযোগে ৪৬ বছরের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মাহিম থানা এলাকায়। ১৬ বছরের নাবালিকার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কাকাকে। পুলিশকে নাবালিকা জানায়, ১০ বছর বয়স থেকেই কাকার অত্যাচারের শিকার হতে হচ্ছে তাকে। জোর করে পর্ন ফিল্ম দেখানো হত তাকে। তারপর ধর্ষণ করা হত। এখানেই শেষ নয় জ্বলন্ত মোম ফেলে পোড়ানো হত তার শরীর।

জানা গিয়েছে, ২০১০ সালের একটি খুনের মামলায় ১০ বছর কারাদণ্ডের সাজা ভোগ করছিল ওই ব্যক্তি। কিন্তু যখনই প্যারোলে ছাড়া পেত নিজের ভাইয়ের মেয়ের উপর এই অত্যাচার চালাত সে। এ বিষয়ে সবকিছু জানত অভিযুক্তের স্ত্রীও। কিন্তু কোনও প্রতিবাদ করেনি সে। উলটে নাবালিকাকেই হুমকি দেওয়া হত এ ব্যাপারে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলা হবে তাকে।

২০১২ সালে ওই ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়ে যায়। এরপর থেকে অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শেষে বৃহস্পতিবার সাহস সঞ্চয় করে মাহিম থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই নাবালিকা। তার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ও তার স্ত্রীকে। দু’জনের বিরুদ্ধে যথাক্রমে নাবালিকাকে ধর্ষণ, হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তদের আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment