JanaSoftR

Thursday, 31 August 2017

প্রাক্তন স্বামীর সঙ্গে ধাক্কা, হঠাৎ নগ্ন হলেন মহিলা ! এমন কী হয়েছিল যে হঠাৎ এই কাণ্ড ঘটালেন ওই মহিলা?



চিনের ঘটনা, শপিং মলে গিয়েছিলেন এক মহিলা। সেখানে হঠাৎ দেখা হয়ে যায় প্রাক্তন স্বামীর সঙ্গে। এরপর কী হতে পারে? কথাকাটি বা ঝগড়া। কথাকাটি হয়েছিল। কিন্তু, তারপর যা ঘটল তা দেখে স্তম্ভিত আশপাশের সবাই। সবাই প্রায় হাঁ করেই দেখছিলেন ঘটনাটি। মহিলা এক এক করে গায়ের সব পোশাক খুলে ফেললেন। এমনকী অন্তর্বাসটুকুও রাখেননি। কিন্তু, এমন কী হয়েছিল যে হঠাৎ এই কাণ্ড ঘটালেন ওই মহিলা?

ঘটনাটি দিন চার পাঁচেক আগের। চিনের জিয়াংশুর ইয়ুক্সি এলাকার একটি শপিং মলের। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী, শপিং মলে হঠাৎই প্রাক্তন স্বামীর সঙ্গে ধাক্কা লাগে ওই মহিলার। তারপর কোনও কথা না বলেই সেই ভদ্রলোক মহিলার দিকে এগিয়ে আসেন এবং সপাটে একটি চড় কষিয়ে দেন। সঙ্গে বলতে থাকেন, “যে মোবাইলটা তোমার হাতে আছে, যে জামাকাপড়গুলো পরে আছ সব আমার টাকায় কেনা।” শুনেই মাথা গরম হয়ে যায় মহিলার। ছুঁড়ে ফেলে দেন মোবাইল। এক এক করে পোশাক যা পরেছিলেন খুলতে শুরু করেন। এমনকী অন্তর্বাসগুলোও খুলে সম্পূর্ণ নগ্ন হয়ে যান। প্রকাশ্যে প্রাক্তন স্ত্রীর এমন কাণ্ডে ভদ্রলোক তখন হতভম্ব। কী করবেন ভেবে পাচ্ছিলেন না। দু’একবার মহিলাকে আটকানোর চেষ্টা করেন। তবে লাভ হয়নি।





শেষ পর্যন্ত মহিলা যখন মল থেকে বেরোনোর জন্য এলিভেটরের সামনে অপেক্ষা করছিলেন তখন তাঁর গায়ে সুতোটুকুও নেই। মহিলার এই কাণ্ডর ভিডিও এখন চিনে ভাইরাল। ঘুরছে লোকের হাতে হাতে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment