দেশের দু লক্ষ ৩০ হাজারেরও বেশি গ্রামে প্রকাশ্যে শৌচকর্ম বন্ধ হয়ে গিয়েছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন, ৬৭ শতাংশ নাগরিকই শৌচাগার বানিয়েছেন। গাঁধী জয়ন্তীর আগে পরিচ্ছন্নতার নয়া অভিযানেরও ডাক দিয়েছেন মোদী। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আগামী ২ অক্টোবর স্বচ্ছ ভারত অভিযানের তিন বছর পূর্তি হচ্ছে। আজ বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ স্বচ্ছ ভারত অভিযানের সাফল্যের খতিয়ান দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, আগে দেশের ৩৯ শতাংশ নাগরিকের বাড়িতে শৌচাগার ছিল। এখন সেটা বেড়ে হয়েছে ৬৭ শতাংশ। এবারের গাঁধী জয়ন্তী ‘স্বচ্ছ দুই অক্টোবর’ হিসেবে পালন করা উচিত। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘স্বচ্ছতাই সেবা’ অভিযান। পরিচ্ছন্নতার এই অভিযানে সব মানুষের যোগ দেওয়া উচিত। ১৫ দিন ধরে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে মহাত্মা গাঁধীর প্রতি অন্তরের শ্রদ্ধাজ্ঞাপন করা হবে।
প্রধানমন্ত্রী আরও বলেছেন, দীপাবলি, নবরাত্রি, দুর্গাপূজার মতো উৎসবের সময়ও পরিচ্ছন্নতার অভিযান চালানো যেতে পারে। সব স্বেচ্ছাসেবী সংস্থা, স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা-কর্মী, সরকারি কর্মচারী, পুরসভা ও পঞ্চায়েতের আধিকারিকদের পরিচ্ছন্নতা অভিযানে শ্রম দান করার আহ্বান জানিয়েছেন মোদী। তিনি আরও বলেছেন, যে কোনও ভাষায় চলচ্চিত্র ও প্রবন্ধ প্রতিযোগিতা এবং আঁকা প্রতিযোগিতার মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযানের পক্ষে প্রচার চালানো যেতে পারে। এই প্রতিযোগিতাগুলিতে জেলা ও রাজ্যস্তরে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে।
0 comments:
Post a Comment