টেলিকম কোম্পানি Airtel একটি বিশেষ অফার নিয়ে এসেছে। এই অফারে Airtel, Jio কে প্রতিযোগিতা দেওয়ার কথা ভাবছে। এই অফারটি শুধু Airtel এর প্রিপেড ইউজার্সদের জন্য পাওয়া যাচ্ছে।
Airtel এর এই অফারটির দাম Rs 399 রাখা হয়েছে। এই অফারটি শুধু 4G হ্যান্ডসেট আর 4G সিম ইউজার্সরাই পাবে। এই অফারে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে। মোট 84GB ডাটা পাওয়া যাচ্ছে। এর সঙ্গে এই অফারে Airtel থেকে যেকোন নেটওয়ার্কে লোকাল আর এসটিডি আনলিমিটেড কলও করা যাচ্ছে।
জিওর Rs 399 প্ল্যানেও 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। এতেও প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাচ্ছে। আর মোট 84GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আনলিমিটেড কলের সুবিধাও পাওয়া যাচ্ছে।
নোটঃ তবে আমরা এয়ারটেল প্রিপেড নম্বরে এই অফারটি পাওয়ার চেষ্টা করেছি আর তাতে মাত্র 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। তাই এটি পেতে হেল এটি কিছু বাছাই করা নম্বরেই দেওয়া হচ্ছে। আর এও হতে পারে যে এটি শুধু নতুন 4G সিম আর নতুন 4G হ্যান্ডসেটে পাওয়া যাচ্ছে।
0 comments:
Post a Comment