অদ্ভুত-দর্শন কুমিরের মতো মাছ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির আমবাড়ির বীরনগর এলাকায়। কুমিরের মতো সূচালো মুখ, ধারালো দাঁত রয়েছে মাছটির। তবে প্রায় এক ফুটের কিছু বেশি দৈর্ঘ্যের মাছটির কুমিরের মতো পা নেই। পাখনা রয়েছে। মাছটির মুখ কুমিরের মতো হওয়ার পাশাপাশি শরীরেও কুমিরের মতো আঁশ রয়েছে। আবার লেজের অংশটি একেবারে মাছের মতো।
আমবাড়ির বীরনগরের কৃষক গোকুল রায় এ দিন সকালে নিজের জমিতে চাষ করার সময়ে পাশের ক্যানেল থেকে মাছটিকে লাফিয়ে তাঁর জমিতে পড়তে দেখেন। অদ্ভুত-দর্শন মাছটিকে আগে কখনও ওই এলাকার মানুষ দেখেননি। খবর পেয়ে গ্রামে ভিড় জমে যায়। পরে খবর পেয়ে আমবাড়ি বন দফতরের কর্মীরা এসে মাছটিকে নিয়ে যান।
এই এলাকায় এমন মাছ কোথা থেকে এল? মৎস বিশেষজ্ঞ সুমিত মিত্র জানান, সিকিমের সঙ্গে তিস্তার সংযোগ রয়েছে। ক্যানেলের জল তিস্তা দিয়েই আসে। এর মধ্যে কিছুটা গাম্বুশিয়া মাছের, কিছুটা ডলফিনের, কিছুটা কুমির এবং কিছুটা সাধারণ মাছের বৈশিষ্ট্য রয়েছে। তবে বেঙ্গালুরুর লোর অ্যাকোয়ারিমে এই মাছ রয়েছে, যার পরিচিতি ক্রোকোডাইল ফিশ হিসেবে। এই মাছ অন্য ছোট, মাঝারি মাছকে খেয়ে ফেলে।
0 comments:
Post a Comment