জয়পুর: সর্বজনীন দেওয়ানি বিধির পক্ষেই সওয়াল করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন৷ তিনি দাবি করেন, এই মুহূর্তে ভারতের যা পরিস্থিতি, বিশেষ করে মহিলাদের, তাঁদের কথা ভেবে ইউনিফর্ম সিভিল কোড বা সর্বজনীন দেওয়ানি বিধি চালু করা উচিত৷ সোমবার জয়পুরে সাহিত্য উৎসবে আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলেন ‘বিতর্কিত’ লেখিকা তসলিমা৷ সেখানেই তিনি এই প্রসঙ্গ তোলেন৷
সোমবার জয়পুর সাহিত্য উৎসব কমিটির তরফে একটি বিশেষ বিতর্কসভার আয়োজন করা হয়৷ অনুষ্ঠানের বিষয় ছিল সর্বজনীন দেওয়ানি বিধি৷ সেখানেই লেখিকা বলেন, ‘‘সমালোচনা ছাড়া মুসলমান সমাজ কখনই এগতে পারবে না৷ সমালোচনা সহ্য করাটা খুব দরকার৷ মানুষের অধিকার রক্ষার জন্য অবিলম্বে সর্বজনীন দেওয়ানি বিধি চালু করা উচিত৷’’
এদিন তসলিমা আরও বলেন, ‘‘আমি অথবা অন্য কেউ যখন হিন্দু, বৌদ্ধ বা অন্য ধর্মের সমালোচনা করি, তখন কোনও পক্ষ থেকে সমস্যা হয় না৷ অথচ ইসলাম ধর্ম নিয়ে কিছু বললেই মানুষের জীবন সংকটময় হয়ে ওঠে৷’’ এই অবস্থা বন্ধ হওয়া উচিত বলেও এদিন মন্তব্য করেন লেখিকা৷ ‘‘আমার বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে৷ আমায় ওরা খুন করতে চায়৷ কিন্তু কেন? আমি ওদের বিরুদ্ধে যেমনভাবে লিখি, যেভাবে তাদের সমালোচনা করি, তারাও তাই-ই করুক৷ আমার বিরুদ্ধে লেখা ছড়িয়ে দিক৷ ফতোয়া জারির বদলে আলোচনাও তো করতে পারে’’ বলে জয়পুরের সাহিত্য উৎসবে প্রস্তাব দেন তসলিমা৷
কট্টরপন্থীদের বিরুদ্ধে বার বার কলম ধরার জন্য দীর্ঘদিন ধরে নিজের জন্মভূমি বাংলাদেশ থেকে বিতাড়িত তসলিমা নাসরিন৷ একটা সময় কলকাতায় থাকা শুরু করেন৷ কিন্তু এখানেও ২০০৭ সালে তাঁকে রাজনৈতিক কারণে নানা সমস্যায় পড়তে হয়৷ আগে থেকেই ছিলেন, তার পর থেকে একটানা ইউরোপেই রয়েছেন এই লেখিকা৷ দিন কয়েক আগে কলকাতায় ফিরতে না-পারার জন্য বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধেও ট্যুইটারে সরব হন তিনি৷ যেমন হয়েছিলেন পূর্ববর্তী সরকারের বিরুদ্ধেও৷
0 comments:
Post a Comment