JanaSoftR

Monday, 23 January 2017

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি কিনা সিদ্ধান্ত নেবে কেন্দ্র



কলকাতা: নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা হবে কিনা তা বিবেচনা করবে কেন্দ্রীয় সরকার৷ সোমবার নেতাজি ভবনে সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে একথা বললেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি।

নেতাজির জন্মদিবসে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই বিষয়ে প্রশ্ন করা হলে রাজ্যপাল জানান, বিষয়টি কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে। তবে আজ সমস্ত ধর্ম-বর্ণ-সম্প্রদায়ের উচিত একত্রিত হয়ে বসবাস করা। সদ্ভাব বজায় রাখা।

আজ কলকাতার নেতাজিভবনে পালিত এই অনুষ্ঠানে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন মেজর জেনেরাল সুনীল যাদব, কৃষ্ণা বসু ও সুগত বসু। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাজিভবনের সামনে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়। রাজ্যপাল বলেন, স্কুলজীবনে তিনিও নেতাজির ভক্ত ছিলেন। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই উদ্ধৃতির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনিও রক্ত দিয়েছিলেন।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment