JanaSoftR

Wednesday, 25 January 2017

একলা ঘরে মহিলারা সঙ্গে মিলনে লিপ্ত হলেন মন্ত্রী! ভিডিও ফাঁস


বেঙ্গালুরু:  মহিলার সঙ্গে সহবাস। আর সেই বিতর্কিত ভিডিও ফাঁস হতেই চাপে  কর্ণাটকের আবগারিমন্ত্রী এইচওয়াই মেটি। শুধু কর্নাটকের বিভিন্ন সংবাদমাধ্যমেই নয়, সোশ্যাল মিডিয়াতেও রীতিমত ভাইরাল মন্ত্রীর কুকর্মের ভিডিও। অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে বিতর্কের চাপে পড়ে ইস্তাফা দিতে বাধ্য হন মেটি। আজ বুধবার মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন মেটি। পদত্যাগের পর তিনি জানিয়েছেন, সরকারের অস্বস্তি এড়াতেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম।



সম্প্রতি প্রকাশ্যে আসে ৭০ বছর বয়সী এই মন্ত্রীর সেক্স টেপ। তাতে এক মহিলার সঙ্গে সঙ্গমে লিপ্ত হতে দেখা ‌যায় মন্ত্রীমশাইকে। কর্ণাটকের সমস্ত টিভি চ্যানেলে দিনভর দেখানো হয় সেই ভিডিও। এর পরই পদত্যাগের জন্য চাপ বাড়ছিল মেটির ওপর। এমনকি, মুখ্যমন্ত্রীও তাকে বারবার পদত্যাগ করার জন্যে চাপ দিতে থাকেন। শেষমেশ চাপে পড়ে পদত্যাগ করতেই বাধ্য হন অভিযুক্ত এই মন্ত্রী।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment