JanaSoftR

Tuesday, 24 January 2017

ফের জঙ্গি হানা কাশ্মীরে



শ্রীনগর: আবারও সন্ত্রাসের শিকার শ্রীনগর। মঙ্গলবার রাতের দিকে জঙ্গিদের হামলায় পুলিশের এক জওয়ান জখম হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। জখম জওয়ানকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে.
জানা গিয়েছে, এদিন রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকায় পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় জঙ্গিরা। জখম পুলিশকর্মীর নাম ফিরদৌস আহমেদ। জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment