JanaSoftR

Tuesday, 24 January 2017

পানামা কেলেঙ্কারিতে শীঘ্রই নওয়াজকে ডাকবে সুপ্রিম কোর্ট


ইসলামাবাদ: পানামা কেলেঙ্কারিরে যুক্ত থাকার জেরে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে হাজিরার নোটিশ দিতে পারে সেদেশের শীর্ষ আদালত। মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তরফে এমনটাই জানানো হয়েছে।


পানামা কেলেঙ্কারি নিয়ে একথা বলেন বিচারপতি আসিফ সঈদ খোসা। শরিফ পরিবারের বিরুদ্ধে হওয়া এক মামলায় পাঁচ বিচারপতির বেঞ্চের নেতৃত্বে রয়েছেন তিনি। লন্ডনের আশেপাশে থাকা নওয়াজ শরিফের বিলাসবহুল বাড়ি সম্পর্কে তথ্য জানতে প্রধানমন্ত্রীকে ডেকে পাঠানোর কথা বলেন বিচারপতি। তাঁর বয়ান রেকর্ড করা হবে বলেও জানানো হয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে নওয়াজের সন্তানদের ডাকা হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে। সেখানে কোনও খামতি পাওয়া গেলে ডাকা হবে নওয়াজ শরিফকে।
এর আগেও একাধিক মামলায় শরিফকে ডাকা হয়েছে আদালতে। তাই প্রয়োজনে এবারও ডাকা হবে বলে জানিয়েছে আদালত। পানামা পেপার ফাঁস হওয়ার পর যে তথ্য ফাঁস হয়েছে তা হল, অবৈধ সংস্থার মালিক হিসেবে নাম ছিল নওয়াজ শরিফের তিন ছেলে-মেয়ের। যদি এই মালিকানা সম্পূর্ণ অস্বীকার করেছে শরিফ পরিবার। এই ইস্যুতে সম্প্রতি ‘ইসলামাবাদ দখল’-এর ডাকও দিয়েছেন ইমরান খান।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment