নয়াদিল্লি: নিজের দায়িত্ব ভার গ্রহণ করার চারদিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পিএমও সূত্রে খবর, মঙ্গলবার রাতে মোদীর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট৷হোয়াইট হাউস থেকে প্রকাশিত সময়সূচীতে প্রথমে বলা হয়েছিল ভারতীয় সময় ১১টা ৩০ মিনিট নাগাদ কথা বলবেন দুই রাষ্ট্রপ্রধান৷ কিন্তু পরে তা পরিবর্তন করে রাতে করা হয়৷
গত ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পরে ডোনাল্ড ট্রাম্পকে ফোনে প্রথম শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী৷প্রধানমন্ত্রী মোদীই হলেন পঞ্চম রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে যার সঙ্গে ফোনে কথা বলবেন ডোনাল্ড ট্রাম্প৷ গত ২১ জানুয়ারি ট্রাম্প কথা বলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদেয়ুর সঙ্গে৷ গতকাল তাঁর কথা হয় মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা য়ের-সিসির সঙ্গে৷
মার্কিন রাষ্ট্রপতি পদে প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারতের সঙ্গে পারস্পরিক সম্পর্ক অটুট রাখবে আমেরিকা৷এমনকি ভবিষ্যতে ভারত-মার্কিন সম্পর্ক আরও মজবুত করারও বার্তা দিয়েছিলেন তিনি৷
0 comments:
Post a Comment