মসুলে সেনা অভিযান শুরু হয়েছে গতবছরের অক্টোবর মাস থেকে। এখনও পর্যন্ত ১১২টি জঙ্গি নৌকা ধ্বংস করেছে সেনা। এদিকে এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরাকের প্রশাসন।
লেফটেনান্ট জেনেরাল আবদুল ঘানি আল আসাদি সরকারিভাবে ঘোষণা করেছেন, শহরের পূর্ব অংশকে সম্পূর্ণভাবে জঙ্গিদের দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সেনাদের তৎপরতায় তা করা গেছে। এটা শহরবাসীর কাছে খুশির খবর।
0 comments:
Post a Comment