JanaSoftR

Monday, 23 January 2017

ISIS জঙ্গি বোঝাই ১০০টি নৌকা ওড়াল সেনা




মসুলে সেনা অভিযান শুরু হয়েছে গতবছরের অক্টোবর মাস থেকে। এখনও পর্যন্ত ১১২টি জঙ্গি নৌকা ধ্বংস করেছে সেনা। এদিকে এই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ইরাকের প্রশাসন।

লেফটেনান্ট জেনেরাল আবদুল ঘানি আল আসাদি সরকারিভাবে ঘোষণা করেছেন, শহরের পূর্ব অংশকে সম্পূর্ণভাবে জঙ্গিদের দখলমুক্ত করা সম্ভব হয়েছে। সেনাদের তৎপরতায় তা করা গেছে। এটা শহরবাসীর কাছে খুশির খবর।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment