ওয়াশিংটন: আমেরিকার বিদেশনীতির সঙ্গে যুক্ত একটি পত্রিকা ২০১৭ সালের আটটি শক্তিশালী রাষ্ট্রের তালিকায় ভারতকে ষষ্ঠ স্থানে রেখেছে৷ প্রথম স্থানে রয়েছে আমেরিকা৷জাপান এবং চিন উভয়েই রয়েছে দ্বিতীয় স্থানে৷ রাশিয়া চতুর্থ এবং জার্মানি পঞ্চম স্থান অধিকার কর রেখেছে৷ সপ্তম স্থানে ইরান এবং অষ্টম স্থানে ইজরায়েল রয়েছে৷ গ্লোবাল প্ল্যাটফর্মে ভারতের স্থান উল্লেখনীয় বলে মত এই পত্রিকার৷
এই পত্রিকার মতে, ভারত বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, যেখানে ইংরেজী ভাষার লোকজনের বসবাসে ভারত দ্বিতীয় স্থানাধিকারী৷ এরই পাশাপাশি নানা ধরনের বৈচিত্র্যে ভরা ভারত ক্রমশই আর্থিক দিক থেকে এগিয়ে চলেছে৷ পাশাপাশি এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্থিক সংস্কার এবং আধুনিকীকরণের বিষয়টিও তুলে ধরা হয়েছে৷ পাকিস্তানের নানা বাধা-বিঘ্ন সৃষ্টি, আর নোটবাতিলকে নিয়ে ভারতের আভ্যন্তরীণ সমস্যা থাকা সত্ত্বেও ভারত কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠছে ক্রমশই৷
0 comments:
Post a Comment