দিল্লি, ২৫ জানুয়ারি : রাজনৈতিক দলগুলির তহবিলে কোটি কোটি টাকা অনুদান জমা পড়েছে। কিন্তু, কোথা থেকে আসছে সেই চাঁদা ? স্বেচ্ছাসেবী সংগঠন ADR (অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস) একটি তথ্য প্রকাশ করে জানিয়েছে, রাজনৈতিক দলগুলির ৬৯ শতাংশ অনুদানের উৎস জানা নেই। সেখানে বলা হয়েছে, ২০০৪-২০০৫ সাল থেকে ২০১৪-২০১৫ সাল এই ১১ বছরে দেশের রাজনৈতিক দলগুলির তহবিলে মোট ১১,৩৬৭ কোটি টাকা চাঁদা জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৬৯ শতাংশ ক্ষেত্রেই চাঁদার উৎস কী, তা কেউ জানে না। জাতীয় দলগুলির মধ্যে অজানা উৎস থেকে সবথেকে বেশি টাকা জমা পড়েছে কংগ্রেসের তহবিলে। প্রায় ৮৩ শতাংশ। BJP-র তহবিলে ৬৫ শতাংশ।
দেশে মোট ৬টি জাতীয় রাজনৈতিক দল ছিল। কংগ্রেস, BJP, BSP, NCP, CPI ও CPI(M)। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তৃণমূলও জাতীয় দলের মর্যাদা পেয়েছে। গত ১১ বছরে রাজ্যের শাসকদলের মোট আয় ৫২.৩১ কোটি টাকা। তাদের অজানা উৎস থেকে আয় হয়েছে ২৩ শতাংশ। আয়ের দিক থেকে অবশ্য CPI(M) অনেকটা এগিয়ে। ওই ১১ বছরে CPI(M)-র মোট আয় প্রায় ৮৯৩ কোটি টাকা। তার মধ্যে ৪৭১.১৫ কোটি টাকা এসেছে অজানা উৎস থেকে।আয়করদপ্তরের অ্যাক্ট অনুযায়ী, ২০ হাজার টাকা বা তার কম নগদ চাঁদার ক্ষেত্রে দাতার পরিচয় বা ঠিকানা আয়কর দপ্তরকে জানাতে হয় না। এই অর্থের উৎস নিয়ে কারও খোঁজখবর করার অধিকারও নেই। এই ব্যাপারে সব থেকে এগিয়ে মায়াবতীর দল BSP। মায়াবতীর বক্তব্য, তাঁর দলের আয়ের সবটা এসেছে মাথা পিছু ২০ হাজার টাকার কম চাঁদা থেকে। অথচ সেই চাঁদা দিয়েই মায়াবতীর দলের আয় ১১ বছরে ২০৫৭ শতাংশ বেড়েছে। তাঁদের দলের সব আয়ের উৎস অজানা। অন্যদিকে, ৮১৯ কোটি ১০ লাখের আয়ের মধ্যে প্রায় ৭৬৭ কোটি টাকা অজানা উৎস থেকে এসেছে মুলায়ম- অখিলেশের সমাজবাদী পার্টির তহবিলে।
0 comments:
Post a Comment