নয়াদিল্লি: ভোটের প্রচারের সময় এমন কিছু ঘটনা ঘটে, যার জন্য নেতারা তো বটেই দলকেও বিড়ম্বনায় পড়তে হয়। পঞ্জাবে একটি জনসভায় উপমুখ্যমন্ত্রী সুখবীর বাদল যে পরিস্থিতির মুখে পড়লেন তা তিনি সম্ভবত কল্পনাও করতে পারেননি।
গতকাল লুধিয়ানায় একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বাদল। তিনি বলেন, তাঁদের সরকার রাজ্যে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেছে। এই দাবি করা মাত্রই চলে গেল বিদ্যুত্। সভামঞ্চ ডুবল অন্ধকারে।
এরপর অন্ধকারেই উপমুখ্যমন্ত্রীকে ভাষণ শেষ করতে হল।
গতকাল লুধিয়ানায় একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন বাদল। তিনি বলেন, তাঁদের সরকার রাজ্যে ২৪ ঘন্টা বিদ্যুত সরবরাহের ব্যবস্থা করেছে। এই দাবি করা মাত্রই চলে গেল বিদ্যুত্। সভামঞ্চ ডুবল অন্ধকারে।
এরপর অন্ধকারেই উপমুখ্যমন্ত্রীকে ভাষণ শেষ করতে হল।
0 comments:
Post a Comment