ভোপাল: প্রেমিক যাতে অন্য মহিলার সঙ্গে শুতে না পারে, সেইজন্যে তরুণের চোখ বেঁধে রেখে তাঁর যৌনাঙ্গ কেটে নিল প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিদ্ধি জেলায় সোমবার।
সূত্রের খবর, ছেলেটির পরিবার তাঁদের সম্পর্ককে জাতপাতের কারণে মেনে নেননি। অন্য এক জায়গায় ছেলের বিয়ে ঠিক করেছিলেন। আর সেই রাগ থেকেই এই কাণ্ডটি ঘটিয়ে ফেলেন ওই তরুণী।
আপাতত ওই তরুণীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। যদিও মেয়েটিকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছেলেটির কেটে নেওয়া গোপনাঙ্গেরও সন্ধান চলছে।
প্রসঙ্গত, সোমবার খেলার ছলে প্রেমিকা প্রেমিকের চোখ বেঁধে দেন, সঙ্গে হাতও বেঁধে দিয়েছিলেন। তারপরই ছেলেটির যৌনাঙ্গ কেটে দেন। প্রথমে নিজের পরিবারের সদস্যদের সে কথা জানাননি ছেলেটি। পরে ছেলেটির পরিবার ঘরে এসে দেখে তাঁর ঘর রক্তে ভেসে যাচ্ছে।
এমনকি প্রথমে নিজের প্রেমিকার দোষ ঢাকতে ছেলেটি চিকিত্সকদের বলেন, তিনিই নিজে তাঁর গোপনাঙ্গ কেটে দিয়েছেন। পরে পুলিশি তদন্তে ছেলেটি জানায়, এই কাণ্ডটি ঘটিয়েছেন তাঁর প্রেমিকা।
প্রথমে ছেলেটিকে সেখানকার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে রেওয়ার সঞ্জয় গাঁধী হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক।
0 comments:
Post a Comment