কলম্বো: আগামী বছর স্বাধীনতার সত্তর বছর উদযাপন করবে শ্রীলঙ্কা৷দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা সেদেশে ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করেই মুক্তির গান গাইতে গাইছেন৷চারদেশীয় ইন্ডিপেন্ডেন্স কাপে তিনি চাইছেন শ্রীলঙ্কার সঙ্গেই বাইশ গজের যুদ্ধে সামিল হোক প্রতিবেশী রাষ্ট্র ভারত-পাকিস্তান৷সঙ্গে দক্ষিণ আফ্রিকা৷প্রতিটি দেশের বোর্ডের সঙ্গে আলোচনা করেই টুর্নামেন্টের দিন-ক্ষণ স্থির করবে শ্রীলঙ্কা৷
এই টুর্নামেন্টে নিজেদের যোগদান নিশ্চিত করেছে বিরাটের টিম ইন্ডিয়া৷সুমাথিপালা এমনটাই জানিয়েছেন৷ তিনি বলছেন‘‘ ভারত ইতিমধ্যেই ইন্ডিপেন্ডেন্স কাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছে৷আমাদের প্রধানমন্ত্রী রনিল উইক্রামাসিংহের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্যাপারে সম্প্রতি কথা হয়েছে৷’’ সুমাথিপালার আরও সংযোজন,‘‘ দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের সেসময়৷পরের মাসে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি-র মিটিংয়ে ইন্ডিপেন্ডেন্স কাপ নিয়ে আমরা ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব৷যাতে সব দলই শ্রীলঙ্কায় এসে খেলতে পারে৷’’
ভারত ও শ্রীলঙ্কা একই সঙ্গে উদযাপন করবে স্বাধীনতার ৭০৷ভারতের জন্মদিনেও সামিল হতে চায় শ্রীলঙ্কা৷জানা যাচ্ছে লঙ্কা বাহিনীও ভারত ছোট সফরে আসতে পারে৷আগামী জুলাই-অগস্টে ভারত উড়ে যাবে শ্রীলঙ্কার মাটিতে৷তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-২০ খেলার কথা রয়েছে দু’দলের মধ্যে৷যদিও নির্ঘণ্ট চূড়ান্ত হয়নি৷
ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে৷ক্রিকেটেও তার যথেষ্ট প্রভাব পড়েছে৷আইসিসি-র কোনও ইভেন্টেও ভারত চাইছে না পাকিস্তানের সঙ্গে খেলতে৷এখন দেখার ২০১৮-তে শ্রীলঙ্কার স্বাধীনতায় ভারত-পাক যুদ্ধ দেখা যায় কিনা!
0 comments:
Post a Comment