JanaSoftR

Thursday, 26 January 2017

শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার


বলিউড বাদশার সঙ্গে এটাই তাঁর প্রথম ছবি। আর প্রথম ছবিতেই নাকি শাহরুখ তাঁকে নষ্ট করেছেন! এমন বিস্ফোরক কথা বললেন পাক অভিনেত্রী মাহিরা খান।
গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ ও মাহিরা অভিনীত ‘রইস’। মুক্তির আগেই এসেছিল বহু বাধা। ভারতে শাহরুখ খানের সঙ্গে কোনও প্রচারে অংশ নিতে পারেননি মাহিরা। দুবাইতে একাই করেছেন প্রোমোশন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তাঁর শুটিং পর্বের কাহিনি জানিয়েছেন নায়িকা। শেয়ার করেছেন শাহরুখ খানের সঙ্গে তাঁর ম্যাজিক্যাল মোমেন্টের কথাও।

মাহিরার কথায়, ‘‘আমাদের মধ্যে অনেক কথাবার্তা হত। আমরা প্রচুর মজা করতাম। এমন বুদ্ধিমান কোনও মানুষের সঙ্গে কথা বলাই তো দারুণ ব্যাপার। শুধু ফিল্ম নয়, তার বাইরেও নানা বিষয় নিয়ে কথা হত। আমি সব সময়ই ওর বড় ভক্ত।”
শাহরুখের এত প্রশংসা পরেই মাহিরার দাবি, “শাহরুখের মধ্যে ম্যাজিক রয়েছে। এ জীবনের মতো ও আমাকে নষ্ট করে দিয়েছে।’


মাহিরার এই বক্তব্য শুনে বি-টাউনের একটা বড় অংশ অবশ্য মনে করছেন, এ নিছকই মজা করে বলেছেন নায়িকা। তাঁর এই কথার মধ্যে অন্য মানে খোঁজার কোনও মানে নেই।  
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment