নয়াদিল্লি: রেলের গতি বাড়াতে একাধিক উদ্যোগ নিচ্ছে ভারত। এবার প্যাসেঞ্জার ট্রেনের গতি বাড়াতে সাহায্য নেওয়া হচ্ছে রাশিয়ার। এই বিষয়ে গাঁটছড়া বাঁধছে রাশিয়া ও ভারত। রাশিয়ার রেলওয়ের সাহায্যে ভারতে রেলের গতি বাড়বে ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। নাগপুর থেকে সেকেন্দরাবাদের ৫৭৫ কিলোমিটার লাইনের জন্য এই বিশেষ পরিষেবা শুরু করা হবে প্রাথমিকভাবে। গতি বাড়ানোর জন্য রাশিয়া থেকে নেওয়া হচ্ছে বেশ কিছু নতুন প্রযুক্তি।
এই গতি নিয়ে চলার মত কোচও নেই রেলের। ফলে নতুন ধরনের প্যাসেঞ্জার কারও তৈরি করা হবে। তবে এই লাইনের মাঝে থাকা ব্রিজগুলির ক্ষেত্রে গতি একই রাখা হবে কিনা তা জানা যায়নি। এই গতিতে ট্রেন চলার জন্য যা কিছু মেরামত করা প্রয়োজন, তা করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
গতি বাড়ানো ছাড়াও রেলে আনা হচ্ছে রেলরোড সুইচ। যা একটি ট্র্যাক থেকে অন্য ট্র্যাকে ট্রেনকে যেতে সাহায্য করবে। যেসব স্টেশনের কাছে ওই উচ্চগতিতে ট্রেন চালানো যাবে না, সেখানে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করার জন্য অন্য একটি সুইচের ব্যবস্থাও করা হচ্ছে। শুধু এতখানি গতি বাড়ালেই হবে না। তার জন্য যাত্রী ও পথচারীদের সুরক্ষার বন্দোবস্ত করার কথাও মাথায় রেখেছে রেল কর্তৃপক্ষ। যার জন্য অ্যান্টি-কলিসন, ওভারপাস ইত্যাদির জন্য অটোমেটিক সিস্টেম আনা হবে বলেও জানা গিয়েছে।
ট্রেন লাইনে যাতে পশু বা মানুষ দুর্ঘটনার মুখে না পড়ে তার জন্য রেল লাইনের পাশে বিশেষ প্রাচীর দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। জনবসতিপূর্ণ এলাকায় ট্রেনের আওয়াজ যাতে বেশি না হয় তার জন্য লাগানো হবে নয়েজ শিল্ড। গত বছরের অক্টোবর মাসেই দুই দেশের মধ্যে এই সংক্রান্ত চুক্তি হয়েছে। এই প্রজেক্টের জন্য দুই দেশ সমান খরচ বহন করবে বলে জানা গিয়েছে।
0 comments:
Post a Comment