JanaSoftR

Tuesday, 24 January 2017

মোদীর আমলেই দেশের মানুষ অনেক সুখী, বলছে সমীক্ষা





নয়াদিল্লি:  দেশের দুই-তৃতীয়াংশ নাগরিক নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের দু বছরের কাজে মোটের উপর খুশি।  ‘লোকাল সার্কেলস’ নামে একটি সংগঠন দেশের প্রায় ১৫ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়েছে। যেখানে সাধারণ মানুষের সামনে মোট ২০টি প্রশ্ন রাখা হয়। যেখানে শতকরা ৬৪ শতাংশ মানুষ বলেছেন, সরকারের কাছে তাঁদের যা প্রত্যাশা ছিল তা পূরণ হয়েছে। অন্যদিকে, যেখানে ৩৬ শতাংশ মানুষ সরকারের কাজে খুশি নন বলেই জানাচ্ছেন। পাশাপাশি তাঁরা মহিলা ও শিশুদের নিরাপত্তা এবং খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও উদ্যোগ চাইছেন।  প্রায় এক মাস ধরে এই সমীক্ষা চালানো হয়েছে। দেশের বিভিন্ন অংশের মানুষ এবং অনাবাসীরাও এই সমীক্ষায় যোগ দেন। জানা গিয়েছে, বিভিন্ন বয়সের মানুষের উপর এই সমীক্ষা চালানো হয়। বড়, ছোট ও মাঝারি শহরগুলির মানুষের কাছে যেমন প্রশ্ন রাখা হয়েছিল, তেমনই গ্রামের মানুষকেও সমীক্ষায় যুক্ত করা হয়েছিল। সমীক্ষা থেকে কাউকে বাদ রাখা হয়নি।
‘স্বচ্ছ ভারত অভিযান’ থেকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকে মোদী সরকারের সবচেয়ে ইতিবাচক উদ্যোগ বলে মনে করছেন অধিকাংশ মানুষ। ৭৬ শতাংশ নাগরিক মনে করছেন, ভারতে তাঁদের পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল। আগামী তিন বছরে আরও বিনিয়োগ এবং কর্মসংস্থান চাইছেন অধিকাংশ মানুষ। ৬১ শতাংশ নাগরিক জিএসটি-কে সমর্থন করেছেন। ৩০ শতাংশ মানুষ আবার এই করের বিরোধী। ৭২ শতাংশ মানুষের মতে, এই দু বছরে পরিকাঠামোর উন্নতি হয়েছে। ২০ শতাংশ মানুষ দ্বিমত পোষণ করেছেন। ৩৫ শতাংশ মানুষ মনে করছেন, দেশে বেকারত্বের হার কমেছে। তবে এক্ষেত্রে বিরোধী মত ৪৩ শতাংশের। দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন ৫৫ শতাংশ মানুষ। ৩৮ শতাংশ মানুষ মনে করেন, জিনিসপত্রের দাম কমেছে।
৩৮ শতাংশ মানুষের মতে, মহিলা ও শিশুদের উপর সংঘটিত অপরাধ কমেছে। যদিও ৪৪ শতাংশ মানুষ সেটা মনে করেন না। মাত্র ১৮ শতাংশ মানুষ তাঁদের সাংসদকে দরকারের সময় পাশে পান বলে জানিয়েছেন। সেখানে ৬৬ শতাংশ মানুষই সাংসদকে পাশে পান না। ৬৭ শতাংশ মানুষের ৬৭ শতাংশ মানুষের মতে, শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হয়েছে। ২৮ শতাংশ মানুষ অবশ্য এক্ষেত্রে কোনও বদল দেখছেন না।  ৭২ শতাংশ নাগরিক মনে করছেন, সন্ত্রাসবাদ কমেছে। ২১ শতাংশ মানুষ অবশ্য এর সঙ্গে একমত নন। ৩৪ শতাংশ মানুষের মতে, মোদী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত হয়েছে। তবে ৫১ শতাংশ মানুষ কোনও উন্নতি দেখছেন না। ৬১ শতাংশ মানুষের মতে দেশে দুর্নীতি কমেছে। উল্টো মত ৩২ শতাংশ মানুষের।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment