JanaSoftR

Monday, 23 January 2017

আঘাত আসলে সমস্ত গোপন অস্ত্র প্রয়োগ হবে ভারতের বিরুদ্ধে, হুঁশিয়ারি পাকিস্তানের



ইসলামাবাদ:  পাকিস্তান সীমান্ত ঘেঁষে কয়েকশ ট্যাংক মোতায়েন করতে চলেছে ভারত। যা ঘিরে রীতিমত যুদ্ধ পরিস্থিতি সীমান্তে। এরই মধ্যে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের। ইসলামাবাদের হুমকি, ভারত কোনওভাবে পাকিস্তানে আঘাত করলে সমস্ত অস্ত্র প্রয়োগ করা হবে ভারতের বিরুদ্ধে। শুধু তাই নয়, পাক অস্ত্রাগারে যে সমস্ত অস্ত্র এবং তা যত ধরণের রয়েছে তা প্রয়োগ করা হবে বলে হুঁশিয়ারি পাক সেনাবাহিনীর।


সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাক সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, যে কোনও বিদেশী শক্তির জন্যে যদি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তাহলে সমস্ত অস্ত্র প্রয়োগ করা হবে । এমনকি, সমস্ত গোপন অস্ত্র প্রয়োগ করতেও পাকিস্তান পিছুপা হবে না বলে হুঁশিয়ারি সেনা আধিকারিকের। যদিও গোপন অস্ত্র বলতে পাকিস্তান কি বোঝাতে চেয়েছে তা স্পষ্ট। কারণ, ভারতের মতোই পাকিস্তানের হাতে রয়েছে পরমাণু অস্ত্র। ফলে বিদেশী অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী আঘাত করে তাহলে ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের হুঁশিয়ারিই যে দিয়েছে পাকিস্তান, তা কার্যত স্পষ্ট।
প্রসঙ্গত, গত কয়েকদিন পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাপ্রধান হুঁশিয়ারি দেন , যে কোনও রকম নাশকতার অত্যন্ত কড়া জবাব দেবে ভারত। ভারতীয় বাহিনী জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে রয়েছে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ওয়াকিবহালমহল মনে করছে, যে কোনও পরিস্থিতিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি ভারত। তা কার্যত কিছুটা হলেও বুঝতে পারছে পাকিস্তানও। তাই সেখানে দাঁড়িয়েই এবার পালটা ভারতকে হুমকি দিয়ে চাপে রাখতে চাইছে পাকিস্তান! যদিও এই হুমকি নিয়ে ভারত মোটেও ভাবতে রাজি নয়।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment