JanaSoftR

Wednesday, 25 January 2017

প্রজাতন্ত্র দিবসের দিনেই পরপর সাত বিস্ফোরণ অসমে


গুয়াহাটি: পরপর সাত বিস্ফোরণে কেঁপে উঠল অসম। প্রজাতন্ত্র দিবসের সকালে অসমের তিনটি জেলায় এই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের ঘটনার পিছবে উলফা জঙ্গিদের হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ডিব্রুগড়, তিনশুকিয়া ও চারাইদিও জেলায় এইসব বিস্ফোরণ হয়। জঙ্গিরা ফাঁকা জায়গায় বোমাগুলি রেখে গিয়েছিল। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বোঝাতেই এই বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে। উত্তর-পূর্বে প্রজাতন্ত্র দিবস বয়কট করার ডাক দিয়েছিল ওই জঙ্গি সংগঠন।

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment