পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী রিমি সেন।কাশিশ খানের সঙ্গে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে কেন্দ্রের ক্ষমতাসীন দলে যোগ দিলেন রিমি। ছবি-বিকাশ ভাদুরিয়া
এর আগে শোনা গিয়েছিল যে, ধুম অভিনেত্রী প্রযোজনা করছেন এবং পরিচালনার কাজও করবেন। কলকাতার মেয়ে রিমি। তাঁর নাম সুভামিত্র সেন। জনপ্রিয় টিভি অনুষ্ঠান বিগ বসের প্রতিযোগী ছিলেন তিনি।
এদিন কৈলাশ অ্যাকশন স্টার সানি দেওলের সঙ্গেও দেখা করেন। সেই বৈঠকের ছবি তিনি ট্যুইটারেও পোস্ট করেন। বিজেপি নেতা বলেছেন, সিনেমার মাধ্যমে জাতীয়তাবাদ তুলে ধরেছেন সানি দেওল।
গত বরিবার ট্যুইট মারফত কৈলাশ শাহরুখ খান অভিনীত রইস সিনেমাকেও কটাক্ষ করেছেন। সমর্থন করেন হৃত্বিক অভিনীত কাবিল-কে।একটি ছবি ট্যুইটারে দিয়ে লেখেন, যে ‘রইস’ দেশের উপকারেই আসেন না, তিনি কোনও কাজের নন। ‘কাবিল’ দেশপ্রেমিকের পাশেই থাকা উচিত। এখন দেশের ‘কাবিল’ লোকজনের পালা, যাঁদের অধিকার কেড়ে নিতে পারবে না কোনও অসত্ ‘রইস’।
0 comments:
Post a Comment