নয়াদিল্লি: সিবিআই প্রধানের দায়িত্বে ছিলেন রঞ্জিৎ সিনহা। আর এবার সিবিআই-এর নজরে সেই প্রাক্তন সিবিআই প্রধান। এই প্রথমবার সিবিআই-এর কোনও প্রাক্তন কর্তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে খোদ সিবিআই। সোমবার এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।
মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন সামনে আসে কয়লা কেলেঙ্কারি। আর সেই দুর্ণীতিতে তৎকালীন সিবিআই প্রধান রঞ্জিৎ সিনহার হাত ছিল বলে অভিযোগ ওঠে। নিজের বাড়িতে ওই দুর্ণীতির সঙ্গে যুক্ত একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর বৈঠকের প্রমাণও মিলেছিল আগেই। তিনি নিজের পদের ও ক্ষমতার অপব্যবহার করেছিলেন কিনা সেটা জানতেই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই তদন্তের দায়িত্বে থাকবেন নয়া সিবিআই প্রধান অলোক ভার্মা। শীর্ষ আদালতের কাছে এমন তথ্য রয়েছে যে বাড়িতে ৫০-৬০ বার ওইসব লোকজনের সঙ্গে দেখা করেছিলেন প্রাক্তন সিবিআই প্রধান। তাঁর বাড়ির ভিজিটর’স বুকও খতিয়ে দেখা হয়েছে।
কর্মজীবনের শেষদিকে চরম বিতর্কে জড়িয়ে গিয়েছেন তিনি। এমনকী সুপ্রিম কোর্টের নির্দেশে টুজি কেলেঙ্কারির তদন্ত থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারক মেনে নেন যে রঞ্জিৎ সিনহা দোষী। তাঁর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে। স্পেকট্রাম ও কয়লা কেলেঙ্কারিতে তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে। যদিও বারবার দোষের কথা অস্বীকার করেছেন রঞ্জিৎ সিনহা। অন্যান্য সিবিআই আধিকারিকরা অনেকেই তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। রিলায়েন্স কর্তা অনিল অম্বানী সহ একাধিক ব্যক্তির সঙ্গে রঞ্জিৎ সিনহার বৈঠকের প্রমাণ মিলেছে।
0 comments:
Post a Comment