কবে পেশ হবে সাধারণ বাজেট? এই নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। সোমবার সেই মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।
সাধারণ বাজেট হচ্ছে ১ ফেব্রুয়ারিতেই। আসন্ন ভোটের জন্য বাজেটের দিনে কোনওরকম পরিবর্তন করা হবে না। সোমবার বিরোধী দলগুলির আর্জি খারিজ করে এমনটাই জানাল দেশের শীর্ষ আদালত।
কবে পেশ হবে সাধারণ বাজেট? এই নিয়ে জল্পনা চলছিল আগে থেকেই। এই নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের কাছে আসন্ন সাধারণ বাজেট পেশের দিন পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল বিরোধী দলগুলি। তাদের দাবি ছিল, এই ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেট পেশ হলে বিজেপি তার সুযোগ নিতে পারে। ভোটের আগে কেন্দ্রীয় সরকার কোনও প্রকল্প বা সুযোগ, সুবিধা ঘোষণা করলে কেন্দ্রের শাসকদল বিজেপি সুবিধা পেয়ে যাবে।
এই অভিযোগ তুলেই সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী এম এল শর্মা। সেই মামলার রায় দিতে গিয়েই সোমবার শীর্ষ আদালত জানায়, ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য বাজেটের দিন পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের মতে, বাজেট পেশের কোনওরকম প্রভাব রাজ্যগুলির নির্বাচনে পড়বে না। এর পরেই মামলা খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত।
0 comments:
Post a Comment