ভালবাসার জন্য মানুষ কীই না করতে পারে? সাত সমুদ্র, তেরো নদী পর্যন্ত পেরিয়ে যেতে পারে৷ কিন্তু নগ্ন হতে পারে কি? হ্যাঁ, তাও পারে৷ তা সে সাধারণ কোনও নারী হোক কিংবা বলিউডের সুন্দরী অভিনেত্রী৷ প্রেমে বিশ্বাস থাকলে সবাই নিজেকে উন্মুক্ত করে দিতে পারে মনের মানুষের কাছে৷ তাইতো নিজের ফটোগ্রাফার প্রেমিকের ফ্ল্যাশবাল্বের সামনে নগ্ন হতেও আপত্তি করেননি ইলিয়ানা ডি’ক্রুজ৷
বহুদিন ধরেই অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন ইলিয়ানা৷ নিজের প্রেমকে সবার সামনে প্রকাশ করতে কোনওদিন লুকোছাপাও করেননি অভিনেত্রী৷ অভিনয়ের জোরেই দক্ষিণাত্য ছাপিয়ে প্রভাব বিস্তার করেছেন বলিউডের মাটিতে৷ একাধিক হিট ছবি তাঁর ঝুলিতে৷ হাজারও ব্যস্ততা৷ কিন্তু এর মধ্যেও যে বয়ফ্রেন্ডকে সময় দিতে ভোলেন না৷ এই ছবিগুলিই তার প্রমাণ৷
অ্যান্ড্রিউও পাক্কা ফট্টোগ্রাফার৷ ক্যামেরার ফোকাসে নিজের স্বপ্নের নারীকে স্বপ্নের থেকেও সুন্দর করে তুলে ধরেছেন৷ ইলিয়ানার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন তিনি৷
বহুদিন ধরেই অস্ট্রেলিয়ার ফটোগ্রাফার অ্যান্ড্রিউ নিবোনের সঙ্গে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন ইলিয়ানা৷ নিজের প্রেমকে সবার সামনে প্রকাশ করতে কোনওদিন লুকোছাপাও করেননি অভিনেত্রী৷ অভিনয়ের জোরেই দক্ষিণাত্য ছাপিয়ে প্রভাব বিস্তার করেছেন বলিউডের মাটিতে৷ একাধিক হিট ছবি তাঁর ঝুলিতে৷ হাজারও ব্যস্ততা৷ কিন্তু এর মধ্যেও যে বয়ফ্রেন্ডকে সময় দিতে ভোলেন না৷ এই ছবিগুলিই তার প্রমাণ৷
অ্যান্ড্রিউও পাক্কা ফট্টোগ্রাফার৷ ক্যামেরার ফোকাসে নিজের স্বপ্নের নারীকে স্বপ্নের থেকেও সুন্দর করে তুলে ধরেছেন৷ ইলিয়ানার বিশ্বাসের সম্পূর্ণ মর্যাদা দিয়েছেন তিনি৷
0 comments:
Post a Comment