JanaSoftR

Friday, 27 January 2017

স্মার্টফোন কেনার জন্য টাকা দেবে সরকার


নয়াদিল্লি: ভারতে ক্যাশলেস অর্থনীতি পুরোদমে প্রবর্তন করার জন্য এমনই পদক্ষেপ নিতে পারে কেন্দ্র ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই আধার নির্ভর অ্যাপ ও ডিজিট্যাল লেনদেনে জোর দিচ্ছে কেন্দ্র ৷ নগদের ব্যবহার কমাতে ই-ট্রান্সজাকশনে দেওয়া হচ্ছে নানা পুরস্কার ও ছাড় ৷ তবে ডিজিট্যাল লেনদেনকে জনপ্রিয় করে তুলতে সবার আগে দরকার স্মার্টফোন ৷
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পরিচালিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের কমিটি কেন্দ্রকে স্মার্টফোন কেনার জন্য দেশবাসীকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছে ৷ মঙ্গলবার ওই প্যানেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি অন্তর্বতী রিপোর্ট জমা দেয় ৷ রিপোর্টে ই-ট্রান্সজাকশন ও ডিজিট্যাল লেনদেনকে জনপ্রিয় করে তোলার জন্য বিভিন্ন সুপারিশ করা হয়েছে ৷ এর মধ্যে একটি হল স্মার্টফোন কেনার জন্য ১০০০ টাকা করে সরকারি তরফে ভর্তুকি ৷করের আওতাভুক্ত নন, দেশের এমন ক্ষুদ্র ব্যবসায়ীরাও যাতে ডিজিট্যাল লেনদেনের সুবিধা উপভোগ করতে পারেন তার জন্যই এই ভর্তুকির সুপারিশ করেছে কমিটি ৷ ওই প্যানেলের সুপারিশ অনুযায়ী, এইসব ব্যবসায়ীদের স্মার্টফোন কেনার জন্য সরকারী তরফে ১০০০ টাকা ভর্তুকি দেওয়া হোক ৷ এর ফলে সবার কাছে স্মার্টফোন থাকলে ডিজিট্যাল পেমেন্টের ক্ষেত্রে যন্ত্র বা মাধ্যম আর কোনও বাধা হবে না ৷

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment