শিলিগুড়ি, ২৩ জানুয়ারি : শিলিগুড়িতে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে পদযাত্রা করল RSS। গত ১৪ জানুয়ারি কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক মোহন ভাগবতের সমাবেশ নিয়ে বিস্তর ঝামেলার পর হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়েই সভার অনুমতি দিয়েছিল পুলিশ। তারপরই শিলিগুড়িতেও পদযাত্রা করতে তড়িঘড়ি অনুমতি দেওয়া হয়।
আজ পানিট্যাঙ্কি মোড় থেকে শুরু হওয়া এই পদযাত্রায় ৫০০ জন স্বয়ংসেবক অংশ নিয়েছিলেন। ব্যান্ড সহযোগে এই পদযাত্রায় সামিল হন BJP-র জেলা সভাপতি সহ অন্য নেতারা। মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ কর্মীও।
এই পদযাত্রার ছবি এবং ভিডিও সংগ্রহ করতে দেখা যায় তাদের। কার্যত নিরাপত্তার মোড়কে মুড়ে পদযাত্রাকে এগিয়ে নিয়ে যায় পুলিশ।
শিলিগুড়ির বিধান রোড, হাকিমপাড়া, আশ্রমপাড়া সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ হয় ওই পদযাত্রা।
0 comments:
Post a Comment