- কানপুরের গ্রিনপার্কে ভারতের হয়ে পারভেজ রসুলের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল
- ভারতের জাতীয় সঙ্গীতের সময়ে দেখা যায় পারভেজ রসুলের মুখ নড়ছ।
- ক্যামেরা তাঁকে ধরলে বোঝা যায়, পারভেজ রসুল চিউয়িং গাম জাতীয় কিছু চিবোচ্ছেন।
- এই ঘটনা ঘিরে তৈরি হয়েছে জোর বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।
প্রণীল নামে এক গ্রাহক ট্যুইটারে লিখেছেন, আপনার লজ্জা হওয়া উচিত পারভেজ রসুল, কানপুরে জাতীয় সঙ্গীতের সময় ও বাবল গাম চিবোচ্ছিলেন। তিনি ভারতের হয়ে খেলার যোগ্য নন।
0 comments:
Post a Comment