মুম্বই: ‘রঈস’-এর কোপে মৃত্যু হল এক শাহরুখ ভক্তের। সোমবার রাত ১০.৩০ নাগাদ ক্রান্তি রাজধানী ট্রেনে করে ভদোদরা স্টেশনে এসে হাজির হন কিং খান। ‘রঈস’-ছবির প্রোমশনেই তিনি ভক্তদের সঙ্গে এক ঝলক দেখা করতে আসেন। ট্রেনটি স্টেশনে ১০ মিনিট দাঁড়ায়। তখনই ভক্তরা এসে জড়ো হয়। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা যান ফারহিদ খান পাঠান বলে এক ভক্ত। রেলমন্ত্রী সুরেশ প্রভু ঘটনার তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে।
অতিরিক্ত ভিড় সামলাতে পুলিশ লাঠিচার্য করে। তখনই লোকজন একে অপরের উপর পড়তে থাকে এবং পদপিষ্ট হয়ে মারা যান ফারহিদ খান পাঠান। পুলিশের লাঠির আঘাত বা লাঠিচার্যের ফলেই ওইব্যক্তির মৃত্যু হয়েছে কি না তা খতিয়ে দেখার নির্দেস দিয়েছেন সুরেশ প্রভু।
দিল্লি স্টেশনে আসার পর শাহরুখ দুঃখপ্রকাশ করে বলেন, “এতা খুবই দুর্ভাগ্যজনক যে একজন মারা গেলেন। আমি ওনার পরিবারের জন্য প্রার্থিনা করছি”। শাহরুখ খান এর নতুন ছবি ‘রঈস’ টিমের সদস্যরা মৃত ব্যক্তির অন্তিম সংস্কারে উপস্থিত ছিলেন বলে জানান এসআরকে।
সূত্রের খবর অনুযায়ী, ফারহিদ খান পাঠান এক সাংবাদিকের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যিনি ওইট্রেনেই ছিলেন। ফারহিদের সঙ্গে তাঁর স্ত্রী ও মেয়েও ঘটনাস্থলে ছিলেন। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়ার সময়ই পদপিষ্ট হন তিনি। হাঁসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ভিড় সামলাতে গিয়ে আহত হন দুই পুলিশকর্মীও। এদিন শাহরুখের সঙ্গে ছিলেন ‘রঈস’ এর পরিচালক রাহুল ঢোলাকিয়া এবন প্রযোজক রিতেশ সিধওয়ানি। এদিন শাহরুখের সঙ্গে দেখা করতে ভদোদরা স্টেশনে উপস্থিত ছিলেন ইরফান ও ইউসুফ পাঠান।
0 comments:
Post a Comment