JanaSoftR

Tuesday, 24 January 2017

চিনকে রুখতে সীমান্ত জুড়ে তৈরি হচ্ছে হাজারেরও বেশি বাংকার


গ্যাংটক: চিন সীমান্তে যে কোনও ধরনের হামলা আটকাতে এবার সুরক্ষার ব্যবস্থা করছে ভারত। সিকিমে নতুন বাংকার তৈরি করছে সেনা। পুরনো বাংকার সরিয়ে এগুলি তৈরি করা হচ্ছে। সূত্রের খবর, খবর, গত দু’বছর ধরে ১০০০টিরও বেশি নতুন বাংকার তৈরি করা হয়েছে পূর্ব ও উত্তর সিকিমে। চিন সীমান্ত সুরক্ষিত করতেই এই ব্যবস্থা।


সিকিমে প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজাতে এই বংকারগুলি তৈরি করা হচ্ছে। বারবার চিনের দিক থেকে হামলার চেষ্টা চলছিল বলেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ‘হলো ব্লক স্ট্রাকচার’ দিয়ে তৈরি করা হচ্ছে। যা বহন করার পক্ষে সহজ। ফলে সেগুলো সমতলে তৈরি করে পাহাড়ে নিয়ে যাওয়া যাচ্ছে সহজেই।
এই প্রজেক্টের জন্য একযোগে কাজ করছে ১৭ নম্বর ও ২৭ নম্বর মাউন্টেন ডিভিশন। কাজও প্রায় শেষের পথে। এই সীমান্তকে আগে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু এবার এই সীমান্তে নিরাপত্তা জোরদার করার চেষ্টা করছে কেন্দ্র। ১৯৬২ তে ভারত-চিন যুদ্ধের পর থেকেই আর বিশেষ নজর দেওয়া হয়নি এদিকে। জানা গিয়েছে, এই ‘হলো ব্লক স্ট্রাকচার’ দিয়ে বাংকার তৈরি করার জন্য প্রবল শীতেই ভিতরের তাপমাত্রা আরামদায়ক থাকবে।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment