নয়াদিল্লি: আপনি কি বেকার? এবার আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে মোদী সরকার। ফের ক্ষমতায় ফিরতে এমনই চিন্তাভাবনা করছে কেন্দ্র। এবার বাজেটেই সেই ঘোষণার সূত্রপাত হতে পারে বলেও খবর। শোনা যাচ্ছে, মাসের প্রথমে প্রত্যেক নাগরিকের ক্ষেত্রে ন্যূনতম আয়ের বিষয়ে নিশ্চিত করতে চাইছেন মোদী। যাঁদের ন্যুনতম আয় নেই, তাঁদের ক্ষেত্রেই ওই প্রকল্প কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
তবে এখনই চালু না হলেও, আগামী আর্থিক বছর থেকে ওই প্রকল্প চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউপিএ জমানায় শুরু হয়েছিল ১০০ দিনের কাজের প্রকল্প। আর সেই প্রকল্পই ইউপিএ-কে ক্ষমতায় ফেরাতে কাজ করেছিল। এবার তাই মোদী সরকার এভাবেই মাস্টারস্ট্রোক দিতে পারেন। মাসের প্রথমে সরকারের তরফে ব্যাংকে টাকা ঢোকানোই ওই প্রকল্পের মূল মন্ত্র।
এদিকে সম্প্রতি ঘোষণা করা হয়, যাঁদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, এমন ২৭ কোটি মানুষ পাবেন ২ লক্ষ টাকার বীমা। নোট বাতিলের পর, এমন ঘোষণাই করা হয়েছে কেন্দ্রের তরফে। আর সেই ঘোষণা অনুযায়ী এবার দেশের ২৭ কোটি জন ধন অ্যাকাউন্টে দেওয়া হবে দু’লক্ষ টাকার বীমা। সূত্রের খবর, জন ধন অ্যাকাউন্টের সঙ্গে যাঁরা আধার কার্ড যুক্ত করেছেন, তাঁরাই পাবেন প্রাথমিকভাবে ওই সুযোগ। বীমার প্রিমিয়ামও দেবে সরকার।
0 comments:
Post a Comment