JanaSoftR

Sunday, 10 December 2017

মেয়েকে গরম গরম কড়াইয়ের উপর বসিয়ে দেয় মা, পুড়ে যায় শিশুটির শরীরের একাধিক জায়গা



সামনে এল আরেক রাজ্যের চার বছরের এক শিশুকন্যার করুণ কাহিনি। না হায়দরাবাদের এস আর নগরের একরত্তি শিশুকন্যাটির উপর যৌন হেনস্তা নয়, তবে তার উপর নিত্য চলেছে শারীরিক অত্যাচার। আর সেই অভিযোগ উঠেছে খোদ শিশুটির মায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, অত্যাচারের মাত্রা এতটাই বেশি ছিল যে নিজের মেয়েকে গরম কড়াইয়ের উপর বসাতেও দ্বিধাবোধ করেনি অভিযুক্ত মহিলা।

জানা গিয়েছে, গত রবিবার সকালে নমপল্লির একটি সেন্টারে যায় ললিতা নামে অভিযুক্ত মহিলা এবং এক ব্যক্তি। সঙ্গে ছিল চার বছরের মেয়েটিও। সেন্টারে উপস্থিত আধিকারিকদের তারা জানায়, শিশুটিকে রেলস্টেশন থেকে কুড়িয়ে পেয়েছেন। তারা তাকে নিজেদের কাছে রাখতে চাইলেও শিশুটি থাকতে চাইছে না। কিন্তু আধিকারিকরা পাতানো এই গল্পে বিশ্বাস করেননি। এরপর ওই দু’জনকে একটু চাপ দিতেই বেরিয়ে আসে সারসত্য। ওই মহিলা জানায়, মেয়েটি আসলে তারই। কিন্তু তাকে তিনি নিজের কাছে রাখতে চান না, তাই এভাবে শিশুটিকে দূরে সরাতে চান। এরপরই পুলিশে খবর দেওয়া হলে, পুলিশ এসে ওই দু’জনকে আটক করে। পরে জানা যায়, ওই মহিলা আসলে বিবাহিত। আগে শ্রীকাকুলামে থাকতেন। তার মোট তিনজন কন্যাসন্তান রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে বসবাস না করে নিজের প্রেমিকের সঙ্গে এস আর নগরে চলে আসে ললিতা। সেখানেই দু’জন একটি জায়গায় কাজে যোগ দেয় এবং একসঙ্গে থাকতেও শুরু করে। কিন্তু বারংবার তার প্রেমিক ওই চার বছরের শিশুটিকে নিজেদের কাছে রাখার জন্য আপত্তি জানাতে থাকে। এমনকী ললিতার উপর নানাভাবে চাপও সৃষ্টি করতে থাকে।

এরপরই জেরায় আরও চাঞ্চল্যকর তথ্য জানতে পারেন পুলিশের আধিকারিকরা। জানা গিয়েছে, চারদিন আগে গরম কড়াইয়ের উপর মেয়েকে বসিয়ে দেয় ওই মহিলা। এমনকী তাকে মারধরও করে। এর ফলে শরীরের একাধিক জায়গায় পুড়ে যায় শিশুটির। যদিও ওই মহিলা জানিয়েছে, সে ইচ্ছাকৃতভাবে ওই ঘৃণ্য কাজটি করেনি। হাত থেকে ল্যাপটপ ফেলে দেওয়ার জন্য ললিতা মেয়েকে চড় মারে আর তারপরই সে গরম কড়াইয়ের উপর পড়ে যায়। ইতিমধ্যে পুলিশ জানিয়েছে, তাঁরা গোটা ঘটনাটির তদন্ত করছে। তারপরই তাঁরা শিশুটির ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment