আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সপ্নের কলকাতা আই৷ প্রকল্পের নাম দেওয়া হয়েছে জায়ান্ট হুইল৷ বৃহস্পতিবার নির্মাণকারী সংস্থা কনসরটিয়াম অফ সান কনসালটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা জানালেন পুর ও নগরোন্নায়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি জানিয়েছেন, নির্মাণকাজ সম্পূর্ণ করতে সংস্থাকে ১৮ মাস সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে৷
কী এই কলকাতা আই?
কলকাতা আই হল লন্ডন আইয়ের ধাঁচে তৈরি শীতাতপ-নিয়ন্ত্রিত নাগরদোলা৷ পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে কলকাতার মিলেনিয়াম পার্কে প্রায় দু একর জমিতে কলকাতা আই তৈরির কথা ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই নাগরদোলা থেকে গঙ্গা সহ গোটা কলকাতা শহরকে দেখা যাবে৷ ১২০ মিটার(৩৯০ ফুট) উচ্চতার এই জায়ান্ট হুইলকে কেন্দ্র করে গড়ে উঠবে পর্যটন কেন্দ্র৷ এর ব্যাস ১৮০ মিটার(৫৯০ ফুট)৷ গোটা নাগরদোলার মধ্যে প্রায় ৫০০জনকে বহনের ক্ষমতাসম্পন্ন ৩০টি প্যাসেঞ্জার ক্যাপসুল থাকবে৷ পুরোটা ঘুরতে সময় লাগবে প্রায় ৩০মিনিট৷ জানা গিয়েছে, প্রকল্পের খরচ ৩৭৯ কোটি টাকা৷ এর মধ্যে রাজ্য সরকার দেবে ৮১ কোটি টাকা৷
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, ২০১৪ সালে কনসরটিয়াম অফ সান কনসালটিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামে একটি ব্রিটিশ সংস্থা এই জায়ান্ট হুইল নির্মাণের বরাত পায়৷ কিন্তু কাজ শুরুর আগেই পরিবেশ আদালতের নির্দেশে আটকে যায় সেই প্রকল্প৷ ফিরহাদ হাকিম জানিয়েছেন, পরিবেশ আদালতের জট প্রায় খোলার মুখে৷
0 comments:
Post a Comment