JanaSoftR

Saturday, 16 December 2017

ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে, কোনও ব্যবস্থা নিল না থানা



কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। অভিযুক্তর নাম রাজা সর্দার। এর আগেও এলাকার দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের অভিযোগ, মগরাহাট থানায় অভিযোগ জানালেও তারা এই বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি।

ঘটনাটি ঘটে গত বুধবার। ওইদিন কিশোরীর বাবা ও মা বাড়িতে ছিলেন না। রাস্তার কল থেকে স্নান করে ফিরছিল বছর ১৪-র ওই কিশোরী। সেই সময় অভিযুক্ত রাজা সর্দার তার রাস্তা আটকায়। গামছা দিয়ে হাত বেঁধে, মুখ চেপে একটি ফাঁকা ঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরীকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিশোরীর পরিবার।

কিশোরীর মা বলেন, “রাজা যখন মেয়েকে ধর্ষণ করছিল তখন অনেকেই দেখেছিল। কিন্তু, কেউ বাধা দেয়নি। উলটে ধর্ষণের পর রাজার মা তাকে নিয়ে বাড়ি চলে যায়। ঘটনাটি জানাজানি হতে অভিযুক্তর মা বাড়ি এসে তা চেপে যেতে বলে।” কিন্তু তাদের কথা না শুনে থানায় অভিযোগ জানানোয় কিশোরীর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

এদিকে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন কিশোরীর মা। বলেন, “অভিযোগ জানানোর পর থেকে পুলিশ এখনও পর্যন্ত আমার মেয়ের শারীরিক পরীক্ষা করায়নি। অভিযুক্ত এখনও এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আমাদের হুমকি দিচ্ছে। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” তিনি আরও বলেন, “রাজা এর আগেও এলাকার দুটি মেয়েকে ধর্ষণ করে। কিন্তু তার বিরুদ্ধে তখন কেউ কোনও অভিযোগ জানায়নি। তার রাজনৈতিক প্রভাব থাকায় অভিযোগ জানায়নি কেউ।”

JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment