JanaSoftR

Tuesday, 12 December 2017

চীন গত দুই মাসে ডকলামে নতুন সড়ক তৈরি করেছে, উপগ্রহ থেকে ছবি প্রকাশ



যদিও ডকলামে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ এখনও শান্ত, তবে চীন সকলের চোখ থেকে এটি লুকিয়ে নতুন পরিকল্পনা করছে। চীন গত দুই মাসে ডকলমে গোপনে নতুন রাস্তা তৈরি করেছে। সীমান্তের সংলগ্ন এলাকার উপগ্রহের নতুন ছবি দেখাচ্ছে যে চীনের রোড ওয়ার্কাররা বিদ্যমান সড়ককে প্রসারিত করেছেন, বিতর্কিত এলাকায় অনেকটা অংশ নিয়ে। বিস্ময়কর ব্যাপার হলো, এখান থেকে প্রায় একটু দূরে যেখানে 70 দিন ধরে ভারতীয় সেনাবাহিনী ও চীনা সৈন্যরা সংঘর্ষের মধ্যে অবস্থান করেছিল।

স্যাটেলাইটের ছবি থেকে এটি স্পষ্ট হয় যে চীন ডকলামে নতুন সড়ক নির্মাণ করেছে। যদি উপগ্রহের ছবিগুলি বিশ্বাস করা হয়, তবে রাস্তাটির নতুনতম সীমাটি প্রায় এক কিলোমিটারে ছড়িয়ে আছে এবং এটি বিতর্কিত সাইটের 4.5 কিলোমিটার পূর্বে অবস্থিত।

সীমান্তের সংলগ্ন রাস্তাটির দ্বিতীয় নতুন সম্প্রসারণ বিতর্কিত সাইটটির প্রায় 7.3 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটা উত্তর দিকের প্রায় 1.2 কিলোমিটারে ছড়িয়ে আছে।

গত 13 মাসে, এই এলাকায় চীনা সড়ক নির্মাণ কার্যক্রমের পুরোনো স্যাটেলাইট ইমেজের তুলনায় এটা স্পষ্ট যে, ফেব্রুয়ারি 19-এর পর নতুন অংশ তৈরি করা হয়েছে। কিন্তু অন্তত দুটি অংশ সম্প্রতি 17 অক্টোবর এবং 8 ডিসেম্বরের মধ্যে তৈরি করা হয়েছে।

জুনের মাঝামাঝি সময়ে, ভারতীয় সৈন্যরা সিক্কিম সীমান্ত অতিক্রম করে "চিকেন নেক" এর কাছাকাছি চীনা সড়ক নির্মাণ বন্ধ করে দেয় এবং ভারত এর সংকীর্ণ চিকেন নেক এলাকার কাছে একটি কৌশলগত রাস্তা নির্মাণ বন্ধ করে দেয়।
JanaSoftR
Share This:   Facebook   Twitter   Google+   Stumble   Digg    Whatsapp




0 comments:

Post a Comment